গল্পটা বন্ধুত্বের - ২য় পার্ট

কতবার ফ্রেন্ডলিস্ট কাটছাঁট করেছি
কতজনকে আনফ্রেন্ড করেছি,
Zahidul Islam তোর মৃত্যুর প্রায় ২ বছর হতে চলল।

হাজার বার চেষ্টা করেছি বাট তোকে আনফ্রেন্ড করতে, পারি নাই।।।
আজ তোর জন্মদিন, বেচে থাকলে ২২ বছরে পা দিতি..........
ভাল থাকিস প্রিয় বন্ধু..........

ঘটনা ১-জাহিদের ক্যান্সার হইছে ।
ক্যামো দেওয়ার মত এক কষ্টকর অভিজ্ঞতার মধ্যদিয়ে রেগুলার যেতে হয় এই ছেলেটার ।
জাহিদের মাথায় চুল নাই ।
ছেলেটা মাথা আচরাতে পারে না ।।
চুলে স্পাইক কাট দেওয়ারও কোনো উপায় নাই ।
সর্বশেষ কবে মাথায় শ্যাম্পু করেছিল সেটাও হয়ত ভূলে গেছে ।।

ঘটনা ২-কিছু ছেলে জাহিদের জন্য কাজ করে যাচ্ছে ।
জাহিদের কষ্ট বোঝার মত অতটা জ্ঞানবুদ্ধি তাদের নাই ।
এরা যখন জাহিদের সাথে দেখা করতে যায় এদের নাকি খারাপ লাগে ।
জাহিদের মাথায় চুল নাই ।
এদের মাথায় চুল আছে ,এই ব্যপারটা জাহিদের জন্য যতটা না বেদনা দায়োক, তার থেকেও এদের জন্য বেশি কষ্টকর  ।

ফলাফল-
জাহিদের মাথায় চুল নাই ,
সো ,
আমাদের মাথায়ও চুল থাকতে পারে না ।কী অদ্ভুদ একটা যুক্তি ।
এই অদ্ভুদ যুক্তির উপর ভিত্তি করে অদ্ভুদ ছেলেগুলো নিজেদের মাথার চুলগুলো ফেলে দিয়েছিল...

বি.দ্র- ,বেডে শুয়ে থাকা একটা জাহিদের পাশে এত্তগুলা জাহিদের একাংশ।
©Muhhammad Mehedi
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সংগৃহীত।

Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching