Posts

Showing posts from December, 2017

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

Image
➡এই বছর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তাদের কয়েকটা বিষয় জানা বিশেষ প্রয়োজন।সেগুলো হল CGPA,Credit,WGPA ......আজকে এর একটা স্পষ্ট ধারনা দেয়ার চেষ্টা করব। ⏩বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমঃ   ৮০%-৮০+% = এ+(৪.০০) ৭৫%-৭৯% = এ(৩.৭৫) ৭০%-৭৪% = এ-(৩.৫০) ৬৫%-৬৯% = বি+(৩.২৫) ৬০%-৬৪% = বি(৩.০০) ৫৫%-৫৯% =বি-(২.৭৫) ৫০%-৫৪% = সি+(২.৫০) ৪৫%-৪৯% = সি(২.২৫) ৪০%-৪৪% = ডি(২.০০) ৪০% এর নিচে= এফ(০.০০) ⏩বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট সিস্টেমঃ উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে (কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় বাদে) দেখা যায়, সেখানকার প্রতিটা কোর্সের (বিষয়) একটা weight থাকে, যেটাকে ক্রেডিট (credit) বলা হয়। কোনো কোর্স 2 ক্রেডিটের, কোনোটা 3 ক্রেডিটের, কোনটা হয়তোবা 4 ক্রেডিটের। ক্রেডিটের মান দিয়ে বুঝায়, বিষয়টি পড়তে সপ্তাহে কত ঘণ্টার ক্লাস করতে হয়। বেশি ঘণ্টা ক্লাস করা মানে বিষয়টির ব্যাপ্তি বেশি, পড়তে/পড়াতে বেশি সময়ের প্রয়োজন। যেহেতু উচ্চশিক্ষার জগতে সব বিষয়কে সমান গুরুত্ব দেওয়া হয় না, তাই সাধারণ গড় করে রেজাল্ট তৈরি করা যায় না। এক্ষেত্রে যে পদ্ধতিতে রেজাল্ট তৈরি করতে হয়, সেটাক

গল্পটা বন্ধুত্বের।

Image
কিছুদিন আগে দেখলাম হলের (বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল,ঢাবি) এক বড় আপুর মাথায় চুল নাই,,, কেটে ফেলেছে,,,, সবাই এটা নিয়ে অনেক হাসাহাসিও করেছে,,,, এই বয়সে কেউ চুল কাটে!!! আপুটা একটু সরল-সহজ,,, অনেকেই হাসে তাকে নিয়ে,,, আমিও হেসেছিলাম তার মাথায় চুল নাই(কেটে ফেলেছে) দেখে,,,, কিন্তু আজ এক ফ্রেন্ডের থেকে জানতে পারলাম,,,"কেন আপু চুল কেটেছে!!" এমন উত্তর আশা করিনি আসলেই,,,,, শুধু ওই আপুই না,,,,তার সার্কেলের সব ফ্রেন্ডরাই চুল কেটে ফেলেছে তাদের এক ফ্রেন্ডের ক্যান্সার হয়েছে বলে,,,,,ফ্রেন্ডকে সান্তনা দিবে বলে,,,, চুল সবার কাছে একটু বেশিই প্রিয়,,চুল ঝরতে শুরু করলে আমরা সবাই খুব বেশি চিন্তিত হয়ে পড়ি,,,সেখানে চুলে একেবারেই কেটে ফেলা!! এখনো এমন ফ্রেন্ডশিপ আছে??!! আমি সত্যি অবাক,,,,, সহজ-সরল আপুটার প্রতি শ্রদ্ধা অনেক গুন বেশি বেড়ে গেলো, ,,, স্যালুট আপু আপনাদের,,,,, © সুমাইয়া হুসাইন তিলকা     শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।

আসলেই কি বিবিএ (BBA) নামক ডিগ্রী উপযুক্ত?

Image
পৃথিবী থেকে BBA নামক ডিগ্রীটাকে বিদায় করে দেয়া উচিৎ, ৪ টা বছর প্রধানত Soft Skill শেখানোর জন্য বাজেট করা হয় অথচ সেখানে আদতে কিছুই শেখানো হয়না। যারা এই  soft skill  শিখতে যায় তাদের জানা নেই কেন  soft skill  দরকার,  কোন অবস্থানে এটি ব্যবহার করতে হবে। এটা তো থিওরি পড়িয়ে শেখানোর বিষয় না। এজন্য জব পাওয়ার ক্ষেত্রে এবং প্রফেশনাল লাইফে তারাই ভালো করে যারা এক্সট্রা কারিকুলার করার মাধ্যমে অভিজ্ঞতা নিয়ে এসেছে। হয় বিবিএ বাদ অথবা সিলেবাস এর ভিতর টেকনিকাল বিষয় বেশি ঢুকানো উচিৎ এবং রিসার্চ অরিয়েন্টেড করা উচিৎ।  © Nazmul Hasan Jabir,      Analyst, Morgan Stanley.      MSc in Finance and Ex- Business Tutor,          Central European University      BBA, DU. Link:  https://m.facebook.com/story.php?story_fbid=1384223955033232&id=100003369218605