আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?


যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম/সংক্ষেপিত নামের শেষে 'আন' যোগ করার ট্রেন্ড চালু হয়েছে বেশ কয়েক বছর।

যেমনঃ ঢাবিয়ান, জাবিয়ান, খুবিয়ান, বেরোবিয়ান, নোবিপ্রবিয়ান, বুয়েটিয়ান, ঢামেকিয়ান, নাহিয়ান, পালোয়ান, নেপোলিয়ান প্রভৃতি।

এখানে দুটো জিনিস দ্রষ্টব্য। প্রথমটি হলো বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপিত নাম। দ্বিতীয়টি হলো নামের শেষে 'আন'।

কোচিং সেন্টারের শিটে, ভর্তি গাইডে, বিভিন্ন 'ভাইয়া'দের 'ক্যাপসুল', 'ভিটামিন', 'ট্যাবলেটে' প্রশ্নের পাশে ছোট করে লেখা থাকে 'ঢাবি-০৪,১২,১৬; জবি ১৩, শুবি ১০০, রবি ১৩' ইত্যাদি। কোন প্রশ্ন কতবার কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে তার নির্দেশক এই লেখাগুলো। কিন্ত এই সংক্ষেপিত নামকেই আমরা আপন করে নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের পুরো নাম বলতে আমাদের ব্যাপক অসুবিধা এখন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় আর বলিনা, জজবা নিয়ে বলি ঢাবি।

ধরুন আপনার নাম মনোয়ার দস্তগীর নাসিফ। যদি শুধু আদ্যাক্ষর নিয়ে আপনাকে ডাকি, তাহলে আপনাকে বলতে হবে মদনা।
শুনতে খারাপ শুনাবে। ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাবি বললে না খুব খুব খারাপ লাগে।

শুধু ঢাবি বলেই আমরা ক্ষ্যান্ত নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন হয়ে গিয়েছে ঢাবিয়ান।

নটরডেমের ছাত্র নটরডেমিয়ান, হার্ভার্ডের ছাত্র হার্ভার্ডিয়ান, তদ্রুপ অক্সফোর্ডিয়ান, কেম্ব্রিজিয়ান, এমআইটিয়ান, সেন্ট জোসেফের ছাত্র জোসেফাইটস।

এই 'আন'যুক্ত নামগুলোর মধ্যে কোন নামটা বাংলা বলেন তো?
বাংলা নামের শেষে 'আন' যোগ করলে কি শ্রুতিকটু লাগেনা? যার নাম পার্থসারথি, তার নামের শেষে যোগ করলাম চ্যাপেল, হয়ে গেলো পার্থসারথি চ্যাপেল। এইটা কি হলো? বাজে হলো না?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বললে ভালো লাগে নাকি ঢাবিয়ান বললে ভালো লাগে?

ঢাবিয়ান বললে ভেসে ওঠে অহেতুক অহংকারে রুক্ষ হয়ে ওঠা এক দুর্বিনীত বেয়াদবের ছবি যে কিনা বৃদ্ধকে চড় দেয়, হোটেলে বাকি খায়, প্রক্সি দিয়ে ধরা খায়, অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে মারামারি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বললে ভেসে ওঠে শান্ত, স্নিগ্ধ এক মুখ যার চোখে বড় হওয়ার স্বপ্ন, যাকে সবাই শ্রদ্ধা করে, এলাকার বাপ মায়েরা তাদের সন্তানদের যার মতো হতে বলে।

ঢাবিয়ান হওয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হওয়া অতি উত্তম।

তোমাদের ঢাবিনুভূতিতে আঘাত হানার জন্য আনন্দিত।
©Asif Imtiaz,
Lecturer of MIS Department, University of Dhaka.

Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching