আমি গণরুম থেকে বলছি

গণরুমে ১ বছরের অভিজ্ঞতা...

একটা  গণরুম হচ্ছে একটা বাংলাদেশ।সেখানে দেশের সব এলাকার মেধাবিরা একসাথে থাকে। 
গণরুমে থাকার ফলে ১০০ জন পাগল পেলাম,,,,,,
এই পাগলরা কি করে জানেন,,,?
বন্ধুর অপেরেশনের দায়িত্বটাও পরিবার কে না জনিয়ে নিয়ে নেয়।
বন্ধুর বিপদে  বোর্ডে প্রথম হওয়া ছেলেটাও স্ট্যাম্প নিয়ে সামনে থাকে,,,,।
গণরুমের এমন কোনো ছেলে পাবেন না যারা ৩মাস হয়েছে রক্ত দিয়েছে,,,,, শহরের যেখানেই রক্তের প্রয়োজন হয়,,,,গণরুমিয়ানরা সেখানেই হাজির হয়।

গনরুমে নিজের বলতে কিছু নাই,,,,,এমনকি ব্রাশটাও  না!
বন্ধুর জন্য শিল্পপতির ছেলেটাও রিডিং রুম,,,,মসজিদে এমন কি ছাদে ঘুমাতেও  দ্বিধাবোধ করেনা,,।
১৫শ টাকার নতুন শার্ট বন্ধুর গায়ে মানিয়েছে দেখে,,,,সেটা তাকে দিয়ে ১০০টাকার টি শার্ট পরে ক্লাসে যাওয়ার কাজটা এরাই করে,,,,,।
দুই পায়ে দুই রকম জুতা পরে  ক্লাসে যেতেও দ্বিধাবোধ করেনা,,,,,।

যে ছেলেটা জীবনেও জম্মদিন উদযাপন  করেনি,,,,,তার জম্মদিনটাও ওই পাগলরা। জমজমাটভাবে উদযাপন করে,,,,,।
পরিশেষে কেউ যদি আমাকে বলে,,,,আমার জীবনের সোনালি সময় কোনটা? আমি বলব  গণরুমিয়ান হিসেবে থাকা এই ১ বছরের সময়টা,,,,,,,,।

©জুয়েল
মার্কেটিং বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching