ঢাবি চাই বোঝা মুক্ত, বাতিল কর অধিভুক্ত

আমাদের দাবিসমূহের চুড়ান্ত খসড়াঃ

“ ঢাবি চাই বোঝা মুক্ত, বাতিল কর অধিভুক্ত”

দুই দফা এক দাবিঃ
১। অধিভুক্তি বাতিল চাই
২। বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রন চাই ।

আমাদের এই দাবির পেছনে উপযুক্ত কারনসমূহঃ
১। শিক্ষার মানের অবনতিঃ
 ৭ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন করা, উত্তরপত্র মুল্যায়ন, ভাইবা নেওয়া, রেজাল্ট তৈরী করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়দের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে । ফলশ্রুতিতে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান ও দৈনন্দিন শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে ।

 সাধারনত অনেক শিক্ষক পিএইচডি করার জন্য দেশের বাইরে যাওয়ার দরুন বিশ্ববিদ্যালয়ে একরকম শিক্ষক সংকটের সৃষ্টি হয় । তথাপি যদি অবশিষ্ট শিক্ষকদের ওপর বাড়তি চাপ আসে, তাহলে তাদের পেশাগত দায়িত্ব পালন ও গবেষনা কার্যক্রমে ব্যাঘাত ঘটবে ।

২। ঢাবির সুনাম ক্ষুন্নঃ
 অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীবৃন্দ যেকোন ধরনের কার্যক্রমে ঢাকা বিশ্বিদ্যালয়ের পরিচয় ব্যবহার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বিনষ্ট হচ্ছে ।
 পেশাগতক্ষেত্রে অধিভুক্ত ৭ কলেজের গ্র্যাজুয়েটদের কেও অদক্ষতা প্রদর্শন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে ।
 বিভিন্ন ধরনের নেতিবাচক কার্যক্রম সংঘটিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করছে ।

৩। ক্যাম্পাসে বিশৃঙ্খলার উদ্ভবঃ
 টি এস সি সহ সমগ্র ক্যাম্পাসে অপ্রীতিকর কার্যকলাপ সংঘটিত করছে ।
 প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে ক্যাম্পাসে এসে অসৌজন্যমূলক আচরণ করছে ।
 টি এস সি সহ ক্যাম্পাসের যত্রতত্র স্থানে ধূমপান, মাদক সেবন করতে দেখা যাচ্ছে।
 ছাত্রীদের উত্যক্তকরনের ফলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে মেয়ে শিক্ষার্থীরা।
 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহন ব্যবহার করছে । যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অবর্ননীয় কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করছে সেখানে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের যানবাহনে অনুপ্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ বৃদ্ধি করছে ।

৪। পরিচয় নিয়ে বিড়ম্বনার সৃষ্টিঃ
 অধিভুক্ত ৭ কলেজের অধিকাংশ শিক্ষার্থীবৃন্দ সর্বক্ষেত্রে নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিচ্ছে । এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে ।
 পেশাগতক্ষেত্রে তাঁরা নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিবে । এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীবৃন্দ বিড়ম্বনায় পড়বে ।
৫। প্রশাসনিক কার্যক্রম ব্যহতঃ
 অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তিসহ বিভিন্ন কার্যক্রমে প্রশাসন ব্যস্ত থাকায় নিয়মিত শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

 প্রশাসনিক সক্ষমতা না থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষাজীবঙ্কে অনিয়শ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে । ইতোমধ্যে তাদের মধ্যে সেশন জট দেখা দিয়েছে । ফলশ্রুতিতে অধিভুক্ত কলেজের অনেক শিক্ষার্থীই অধিভুক্তি চাইছেনা ।
অধিভুক্ত সাত কলেজের অনেক শিক্ষার্থীর অভিমত, এ অধিভুক্তি তাদের শিক্ষাজীবনে ভোগান্তির মাত্রা আরও বৃদ্ধি করছে ।

দাবি-২
বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রনঃ
 বহিরাগত যান চলাচলের দরুন সাধারন শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসের ভেতরে রাস্তায় চলাচল করার সময় ঝুকির মধ্যে থাকতে হয় ।
 কিছুদিন আগে মাননীয় উপাচার্য মহোদয়ের ছেলে দূর্ঘটনার শিকার হয়েছিল ।
 রাস্তায় চলার সময় মাঝে মাঝে দূর্ঘটনার কবলে পড়তে হয় সাধারন শিক্ষার্টিদের । ক্যাম্পাসের ভেতরে দূর্ঘটনা যেন একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।
 ক্যাম্পাসের ভেতরে চলন্ত মোটরসাইকেল এর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে অনেক ।
 বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজট ও হাইড্রোলিক হর্নের কারনে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে ।

Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching