গল্পটা বন্ধুত্বের।

কিছুদিন আগে দেখলাম হলের
(বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল,ঢাবি) এক বড় আপুর মাথায় চুল নাই,,, কেটে ফেলেছে,,,,
সবাই এটা নিয়ে অনেক হাসাহাসিও করেছে,,,, এই বয়সে কেউ চুল কাটে!!!
আপুটা একটু সরল-সহজ,,,
অনেকেই হাসে তাকে নিয়ে,,,
আমিও হেসেছিলাম তার মাথায় চুল নাই(কেটে ফেলেছে) দেখে,,,,
কিন্তু আজ এক ফ্রেন্ডের থেকে জানতে পারলাম,,,"কেন আপু চুল কেটেছে!!"
এমন উত্তর আশা করিনি আসলেই,,,,,
শুধু ওই আপুই না,,,,তার সার্কেলের সব ফ্রেন্ডরাই চুল কেটে ফেলেছে তাদের এক ফ্রেন্ডের ক্যান্সার হয়েছে বলে,,,,,ফ্রেন্ডকে সান্তনা দিবে বলে,,,,
চুল সবার কাছে একটু বেশিই প্রিয়,,চুল ঝরতে শুরু করলে আমরা সবাই খুব বেশি চিন্তিত হয়ে পড়ি,,,সেখানে চুলে একেবারেই কেটে ফেলা!!
এখনো এমন ফ্রেন্ডশিপ আছে??!!
আমি সত্যি অবাক,,,,,
সহজ-সরল আপুটার প্রতি শ্রদ্ধা অনেক গুন বেশি বেড়ে গেলো, ,,,
স্যালুট আপু আপনাদের,,,,,

© সুমাইয়া হুসাইন তিলকা
    শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching