আসলেই কি বিবিএ (BBA) নামক ডিগ্রী উপযুক্ত?

পৃথিবী থেকে BBA নামক ডিগ্রীটাকে বিদায় করে দেয়া উচিৎ, ৪ টা বছর প্রধানত Soft Skill শেখানোর জন্য বাজেট করা হয় অথচ সেখানে আদতে কিছুই শেখানো হয়না।
যারা এই  soft skill  শিখতে যায় তাদের জানা নেই কেন  soft skill  দরকার,  কোন অবস্থানে এটি ব্যবহার করতে হবে। এটা তো থিওরি পড়িয়ে শেখানোর বিষয় না।
এজন্য জব পাওয়ার ক্ষেত্রে এবং প্রফেশনাল লাইফে তারাই ভালো করে যারা এক্সট্রা কারিকুলার করার মাধ্যমে অভিজ্ঞতা নিয়ে এসেছে।
হয় বিবিএ বাদ অথবা সিলেবাস এর ভিতর টেকনিকাল বিষয় বেশি ঢুকানো উচিৎ এবং রিসার্চ অরিয়েন্টেড করা উচিৎ।

 © Nazmul Hasan Jabir,
     Analyst, Morgan Stanley.
     MSc in Finance and Ex- Business Tutor,          Central European University
     BBA, DU.



Comments

Popular posts from this blog

CGPA, CREDIT & WGPA গণনা পদ্ধতি

আন যুক্ত ঢাবিয়ান নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী?

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরামর্শ। MasterPiece University Admission Coaching